পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৫২, গণিত
অনুশীলনী-৩, অনুশীলনী-৫- পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
- ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ গণিত বিষয়ের অনুশীলনী-৩ থেকে আরো ২টি ও অনুশীলনী-৫ থেকে ১টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করা হলো।
অনুশীলনী-৩
প্রশ্ন-১৫ : যদি ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা হয়, তাহলে ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে?
সমাধান : ৯৬০ টাকায় কেনা যায় : ৮ কেজি পোলাওয়ের চাল
॥ ১ টাকায় কেনা যায় : (৮গু৯৬০) কেজি পোলাওয়ের চাল
বা ৮৯৬০কেজি পোলাওয়ের চাল
॥ ৪৮০০ টাকায় কেনা যায় :
৮ ´ ৪৮০০
৯৬০ কেজি পোলাওয়ের চাল
= (১´৪০) কেজি পোলাওয়ের চাল
= ৪০ কেজি পোলাওয়ের চাল
অতএব, ৪৮০০ টাকা দিয়ে ৪০ কেজি চাল কেনা যাবে।
উত্তর : ৪০ কেজি।
প্রশ্ন-১৬ : একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রল দিয়ে ৩০০ কি.মি. যেতে পারে। ১০০ কি.মি. যাওয়ার জন্য কত লিটার পেট্রল লাগবে?
সমাধান : একটি মোটরসাইকেল,
৩০০ কি.মি. যেতে পেট্রল লাগে : ১২ লিটার
॥ ১ কি.মি. যেতে পেট্রল লাগে : (১২গু৩০০) লিটার
বা ১২৩০০লিটার
॥ ১০০ কি.মি. যেতে পেট্রল লাগে :
১২´ ১০০ লিটার
৩০০
= (৪´১) লিটার
= ৪ লিটার
অতএব, ১০০ কি.মি. যাওয়ার জন্য ৪ লিটার পেট্রল লাগবে।
উত্তর : ৪ লিটার।
অনুশীলনী-৫
প্রশ্ন-৩ : একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে?
সমাধান : যত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে তা হলো ২৫ ও ২০ এর ল.সা.গু
এখন, ২৫ ও ২০কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি।
৫ )২৫, ২০
৫, ৪
... ২৫ ও ২০ এর ল.সা.গু = ৫ ´ ৫ ´ ৪
= ১০০
অতএব, ১০০ মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে।
উত্তর : ১০০ মিটার।